সাকিব আল হাসান রেকর্ড গড়ার জন্য খেলে না,খেললেই রেকর্ড হয়ে যায়! প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড সাকিবের পালকে যুক্ত হয়। ঢাকা টেষ্ট শেষে সাকিবের পালকে যুক্ত হওয়া রেকর্ডগুলো…

ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে এবং প্রথম অলরাউন্ডার হিসেবে সব টেষ্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট।

টেস্টে দ্রুততম সময়ে ৩৫০০ রান ও ১৫০ উইকেট নেওয়ার কীর্তি।

স্যার রিচার্ড হ্যাডলির পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিক ম্যাচে ১০ উইকেট ও হাফসেঞ্চুরি।

চতুর্থ ক্রিকেটার হিসেবে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ইনিংসে ন্যূনতম ৫ উইকেটশিকার।

একই টেষ্টে পঞ্চাশ এবং পাঁচ উইকেট শিকার ৮ম বার। তার চেয়ে বেশি কেবল ইয়ান বোথাম (১১ বার)।

প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ৫০তম টেস্টে ১০ উইকেট নেওয়ার সঙ্গে ন্যুনতম অর্ধশত রানের ইনিংস।