
মাশরাফীকে আবারো টেস্ট দলে দেখতে চান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এমনটিই জানালেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
কিছুদিন আগে ব্যক্তিগত আলাপচারিতার এক পর্যায়ে টেস্ট দল নিয়ে কথা বলতে গিয়ে, সাকিব সুজনকে বলে বসে, আচ্ছা সুজন ভাই, মাশরাফী ভাই যদি টেস্ট দলে ফিরে আসেন তাহলে কেমন হয়?
এ প্রসঙ্গে সাকিব আরো বলেন, মাশরাফী ভাই দলে আসলে পেস বোলিং ডিপার্টমেন্টটা আরও মজবুত হবে। আমরা নতুন বলে বল করার একজন যথার্থ পেস বোলার পাবো। যার আছে সুইং করানোর ক্ষমতা। যিনি নতুন লাল বল সুইং করাতে পারেন। এছাড়া ইনিংস পিছু ১৫ থেকে ২০ ওভার বোলিং করে দিতে পারেন। সেটাও আমাদের জন্য ভালই হবে।
