কলকাতার বিপক্ষে ১ম বারে বল হাতে ৪-০-২১-২ এবং ব্যাট হাতে মূল্যবান ২৭ রান নিয়ে যখন ম্যাচ শেষে সবাই অপেক্ষা করতেছিলো সাকিবের হাতে পুরস্কার দেখবে তখন সেটি তুলে দেওয়া হয় স্ট্যানলেকের হাতে!

আজ ২য় বার যখন দলের বিপর্যয়ে ব্যাট হাতে ৩৫ রান এবং বল হাতে কোহলি ও পার্থিবের মূল্যবান দুইটি উইকেট নিয়েছিলেন তখনও সবাই টিভির সামনে ছিলো সাকিবের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেখবে বলে কিন্তু তা তুলে দেওয়া হয় কোহলির ইজি ক্যাচ মিস দেওয়া ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলা উইলিয়ামসনকে!!