আইপিএলের প্রতি ম্যাচেই উইকেট নেয়ার পাশাপাশি রান চেক দিচ্ছেন বলেও মন্তব্য করেন লক্ষন। তাই সাকিবকে প্রশংসায় ভাসিয়ে লক্ষ্মণ বলেছেন, “সাকিব সবসময়ই আন্ডার রেটেড।  সে অনেক ঠান্ডা মেজাজের।  সে প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে।  আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড। ”

হায়দ্রাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক বলার মনে লক্ষ্মণ। বিশেষ করে লেগ স্পিনার রশিদ খানের কথা উল্লেখ করেছেন তিনি। এই প্রসংগে তিনি বলেন, টুর্নামেন্ট শুরুর আগেই ভিলিয়ার্স আর কোহলির উইকেট নেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রশিদ।

বেঙ্গালুরুর বিপক্ষে সেই আশা পূর্ণ হয়েছে রশিদের। উইকেট নিয়েছেন ভিলিয়ার্সের। এই প্রসঙ্গে লক্ষ্মণ বলেছেন, “আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার।

এটাই আমাদের প্লাস পয়েন্ট। রশিদ অবশ্যই ভালো। টুর্নামেন্ট শুরুর আগেই সে বলেছিলো এবি আর কোহলির উইকেট নিতে চায় সে। আজ এবির উইকেটটা নিয়েছে। ”