রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রয়োজনে ব্যাট হাতে ৩২ বল খেলে ৩৫ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। বল হাতে নেয় ২ উইকেট।

হাইদ্রাবাদের অধিনায়ক উইলিয়ামসন গতকাল সাকিব কে প্রশংসা করে ভাসিয়ে দেন। তিনি বলেন, গতকাল আমরা সাকিবের কারনে ম্যাচে জয় লাভ করেছি। বিশেষ করে আমাদের ব্যাটিং যখন ৩ উইকেট চলে যায় তখন আমি আর সাকিব খুব ভালো একটা জুটি হয় যা দলের জন্য অনেক টা খুব গুরুত্বপূর্ন ছিলো।

আর এছাড়াও সাকিব বোলিং এসে প্রথমেই ব্যাক থ্রো এনে দেয়। আর ব্যাঙ্গালুরু গুরুত্বপূর্ন উইকেট টি তিনিই তুলে নেন। সব মিলিয়ে আমরা জয় লাভ করেছি সেটাই বড় কথা।