দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আইপিএল খেলার কারণে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না ক্যাম্পের শুরু থেকে।

বাকি ২৯ ক্রিকেটারের আজ রোববার সকাল ৯টার মধ্যে বিসিবি একাডেমি ভবনে কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করার কথা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হবে ভারতের মাটিতে। সাকিব ও মোস্তাফিজ আইপিএল খেলায় সুবিধাই দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু,

‘সাকিব ও মোস্তাফিজ আইপিএল খেলে ফিরবে। ভারতের মাটিতে খেলছে তারা, এটি আমাদের জন্য ভালো। আর আফগানদের বিপক্ষে তো টি-টুয়েন্টি সিরিজ আর ওরা দু’জনই এই ফরম্যাটের মধ্যেই আছে।’’