
মাসব্যাপী চলছে টুর্নামেন্ট আইপিএল। এ শহর ও শহর ভ্রমণ করে খেলে চলছে প্লেয়াররা। সব কিছু মিলিয়ে ক্লান্তি আসাটাই সাভাবিক। কেননা ভ্রমণগুলোও যে বেশ দীর্ঘ সময়ের। তবে সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়াররা সেই দীর্ঘ ভ্রমনকে আনন্দদায়ক করতে আড্ডা-খোঁচাখুঁচি-গান-বাজনাসহ নানা কিছুই করে থাকেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর শুরুর দিকেই দেখা গিয়েছিল, ভ্রমণ চলাকালীন টিম বাসে সাকিব আল হাসানের আরামের ঘুম নষ্ট করে দিয়েছিলেন সতীর্থ শিখর ধাওয়ান। ইতোমধ্যে প্লে অফের টিকেট কাটা হায়দরাবাদের সর্বশেষ বিমান ভ্রমণেও ঘুম নষ্টর শিকার হলেন সাকিবই।
এ দিনও দীর্ঘ ভ্রমণের ফাঁকে খুনসুটিতে মেতে উঠেছিলেন হায়দরাবাদের সিদ্ধার্থ কাউল। ধাওয়ানের মতো তিনিও মজা করার জন্য বেছে নিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিবকেই। এরই মধ্যে সেই কাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান ভ্রমণের ফাঁকে বেশ আরামেই ঘুমাচ্ছিলেন সাকিব। কিন্তু সেই আরামের ঘুম হারাম করতে সময় নিলেন না সতীর্থ সিদ্ধার্থ। নিজের আসন থেকে উঠে এসে সিদ্ধার্থ হাতে কাঠি জাতীয় কিছু একটা সাকিবের নাকে ঢুকিয়ে দিলেন।
কাঠি দিয়ে নাকে সুড়সুড়ির প্রথম পর্যায়ে অবশ্য ঘুম ভাঙেনি সাকিবের। তবে দ্বিতীয়বার দিতেই ঘুম ভাঙ্গে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ক্যামেরায় দেখা যায়, ঘুমটা যে এমনি এমনি ভাঙ্গেনি তা বুঝতে পেরে মুচকি হেসে ফেলেন সাকিব।
