এবারের আইপিএলে বেশ অনেক ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন সাকিব। খেলার সুযোগ পেয়ে সেটাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন সাকিব। এবারের আসরে এক সিজনে সবচেয়ে বেশি উইকেট সাকিবের পকেটেই। ভেঙ্গে ফেলছেনে নিজের করা আগের রেকর্ড।

তবে এবার সাকিবের এক সমীকরনের উপর নির্ভর করছে হায়দ্রাবাদের বেশ অনেক কিছুই। আইপিএল ২০১৮ তে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সাকিব ১ বা তার বেশি উইকেট নিয়েছে এরকম কোন ম্যাচেই হারেনি হায়দ্রাবাদ।

যতগুলো ম্যাচে হায়দ্রাবাদ হেরেছে সবগুলোতেই ফ্লপ ছিল সাকিব। তাই আগামিকালকের ম্যাচে জয়ী হওয়ার জন্য অবশ্যই ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে হবে সাকিবকেই।

এর আগে কলকাতার হয়ে দুই বার আইপিএলে ফাইনাল খেলেছে সাকিব। সেই দুই বার চ্যাম্পিয়ান হয়েছে কলকাতা। তবে আইপিএল এর ১১ তম আসরে সানরাইজ হাইদ্রাবাদের হয়ে ফাইনালে উঠে সাকিব। তাই বলা যায় আইপিএলে ইতিহাসে ফাইনালে হারার রেকর্ড নেই সাকিবের। সেই পরিসংখ্যা অনুযারী সাকিব কি পারবে হায়দ্রাবেদকে চ্যাম্পিয়ান করতে।