
আজ আইপিএল এর এগারো তম আসরের ফাইনালে চেন্নাইয়ের বিরদ্ধে মাঠে নামবে সাকিবের হায়দ্রাবাদ। এর আগে দুই বার আইপিএল ফাইনাল খেলেছেন সাকিব। তবে আগের দুইবার কলকাতার হয়ে ফাইনালে মাঠে নেমেছিলেন সাকিব। আর এই দুইবারই জয় পেয়েছে সাকিব এবং তার দল।
আজ ৩য় বারের মত হায়দ্রাবাদের হয়ে আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। এক নজরে দেখে নেওয়া যাক এর আগের দুই ফাইনালে কেমন ছিলো সাকিবের পারফর্মেন্সঃ . ২০১২ সালে আইপিএল ফাইনালে সাকিবের দল কলকাতার সাথে মুখোমুখি হয় ধোনির চেন্নাই।
সেই ম্যাচে ব্যাট হাতে ৭ বলে ১১ রানে অপরাজিত ছিলেন সাকিব। বল হাতে নেন ৩ ওভারে ২৫ রানে ১টি উইকেট। এরপরের ফাইনালে ২০১৪ সালে সাকিবের দল কলকাতা মুখোমুখি হয় পাঞ্জাবের। সেই ম্যাচে ৪ অভার বল করে ২৬ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন সাকিব।
ব্যাট হাতে করেছিলেন ৭ বলে ১২ রান। এবারও হায়দ্রাবাদের হয়ে রশিদ খান ও সাকিব আল হাসান যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে বলাই যেতে পারে সাকিবদের আটকায় কে?
