
দুই বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরে এসেই চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। গতকাল (রবিবার) আইপিএলের ১১তম আসরের ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল চেন্নাই সুপার কিংস। এদিন দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন চেন্নাইয়ের ওপেনার শেন ওয়াটসন। ৫৭ বল খেলে ১১৭ রান করে অপরাজিত থাকেন তিনি। আইপিএলে এবারের আসরে শেন ওয়াটসনের এটি দ্বিতীয় সেঞ্চুরি।
চেন্নাইয়ের কাছে হায়দ্রাবাদ পরাজিত হয়ে আইপিএলে তিনে তিন হলো না সাকিবের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার ফাইনালে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার । সে দুই ম্যাচে জয় তুলে নিয়ে আইপিএল শিরোপা জিতেছিল তারা। কিন্তু এবার ফাইনালে জয়বঞ্চিতই থাকতে হলো সাকিবদের ।
২০১০ ও ২০১১ সালের আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। দুর্নীতির দায়ে ২০১৬ ও ২০১৭ সালের আসরের জন্য আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নিষিদ্ধ করা হয়েছিল।
এই ম্যাচে ফাফ ডু প্লেসিস ১০, সুরেশ রায়না ৩২ ও আম্বাতি রায়ডু ১৬ রান করেন। সানরাইজার্স হায়দ্রবাদের পক্ষে সাকিব আল হাসান এক ওভার বল করে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। সন্দ্বীপ শর্মা ১টি ও কার্লোস ব্র্যাথওয়েট ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সানেরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে ৩৬ বল খেলে ৪৭ রান করেন কেন উইলিয়ামসন। ২৬ রান করেন শিখর ধাওয়ান। ১৫ বল খেলে ২৩ রান করেন সাকিব আল হাসান। ২৫ বল খেলে ৪৫ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। ১১ বল খেলে ২১ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট।
চেন্নাই সুপার কিংসের পক্ষে করন শর্মা ১টি, ডোয়াইন ব্রাভো ১টি, রবীন্দ্র জাদেজা ১টি, লুঙ্গি এনগিদি ১টি ও শারদুল ঠাকুর ১টি করে উইকেট শিকার করেন।
