আগামীকাল রাত ৮:৩০মিনিটে ভারতের দেরাদুন স্টেডিয়ামে আফগানিস্তানে মুখমুখি হতে যাচ্ছে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। তাই আজ ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে আসেন দুই দলের অধিনায়ক এবং কোচ। আর পূর্বের মতো আবারো আফগানিস্তানকে বেশ গুরুত্ব দেওয়ার কথাই বলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ধাঁচ একটাই। জেতা। আমরা ভালো খেলতে চাই ও জিততে চাই। সেই প্রস্তুতিই আমরা নিচ্ছি।’ প্রায় একনিঃশ্বাসে সাকিব এরপরেই আসল সত্যটি জানিয়ে দিলেন। ‘নিদহাস ট্রফিতে যেমন খেলেছি, তেমন খেললে জিতব। তবে এক-দুজন ভালো খেললে কিছু হবে না। ভালো খেলতে হবে গোটা দলকেই। ১১ জনকেই। এবং তিনটি বিভাগেই। ওরা (আফগানিস্তান) ভালো দল।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও পরাজিত হয়েছে বাংলাদেশ। এদিকে আফগানিস্তানের চাইতে আইসিসি র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের আত্নবিশ্বাস যোগাবে আফগানিস্তানের সাথে মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচেরর সেই সাফল্য।