
আফগানিস্তান সিরিজ নিয়ে যতটা আলোচনা হচ্ছে অন্য সিরিজ নিয়ে এতটা হৈচৈ হয়েছে কি না সন্দেহ আছে। র্যাংকিংয়ে দুই ধাপ আফগানদের এগিয়ে থাকা ও ফর্মেটটা টি-২০ বলেই হয়তো এত আলোচনা, তার সাথে যোগ হয়েছে রশিদ খান ও মুজিবের সেরা স্পিন বোলিং। সেই হালে পানি পেয়েছে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হেরে যাওয়া, আর আনকোরা বোলিং অ্যাটাক। সব মিলিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজই হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের সম্ভব্য একাদশঃ
১। তামিম ইকবাল
২। লিটন কুমার দাস
৩। সাকিব আল হাসান (cap)
৪। মুশফিকুর রহিম (wk)
৫। মাহমুদুল্লাহ রিয়াদ
৬। সাব্বির রহমান
৭। মোসাদ্দেক হোসেন সৈকত
৮। নাজমুল হোসেন অপু
৯। আবু হায়দার রনি
১০। আবু জায়েদ রাহি
১১। রুবেল হোসেন
আজকের একাদশে ৭ জন ব্যাটসম্যান, ৩ জন পেসার ও ৩ জন স্পিনার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। লিটন দাস ও তামিম ওপেন করায় একাদশে থাকছেনা সৌম্য সরকার, সৈকত একাদশে থাকায় ব্রেঞ্চে বসে থাকতে হবে পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হককে। শেষ মুহুর্তে মুস্তাফিজের ইঞ্জুরির কারনে দলে ডাক পাওয়া আবুল হোসেন রাজুকেও ব্রেঞ্চেই কাটাতে হবে।।
