
জুন,২০১৫।ভারত-বাংলাদেশ সিরিজের ২য় ওডিয়াই ম্যাচ।২০০ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ।ইনিংসের ৩২ তম ওভারে ব্যাটসম্যান সাকিবের চোখে পোকা ঢুকে।সাকিব চোখের পোকা সরানোর জন্য দ্বাদশ প্লেয়ারকে পানি আর তোয়ালে নিয়ে আসতে ইশারা দেয়।কিন্তু আম্পায়ার রড টাকার সাকিবকে মুখে পানি ও তোয়ালে ব্যবহারে বাধা দেয়।তাতে নাকি সময় নষ্ট হবে! সাকিব অনেকটা জেদ করেই মুখে পানি ঢালে।রড টাকারের সাথে তর্কেও জড়িয়ে পড়ে।সেইসাথে ক্রিকেটবিশ্ব প্রথমবার বাংলাদেশের কাউকে আইসিসির কোনো আম্পায়ারের মুখের উপর কথা বলতে দেখে!
এই শক্তি ধরেই কি না গত অজি টেস্টে মুশি আম্পায়ার ইয়ান গোল্ডের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল। ১২টা বেজে যাওয়ার পরেও লাঞ্চ ব্রেক না দিয়ে আম্পায়ার গোল্ড অজিদের দিয়ে আরো কয়েক ওভার বোলিং করাতে চাইছিলেন।কিন্তু বাধা হয়ে দাড়ান উইকেটে থাকা ব্যাটসম্যান মুশি।এই নিয়ে তর্কে জড়িয়ে পড়েন তারা।মুশির চাপে পড়ে বেলা ১২টাতেই লাঞ্চ ব্রেক দিতে বাধ্য হয় আম্পায়ারদ্বয়।
