
তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের মুখমুখি হচ্ছে আফগানিস্তান। খেলাটি অনুষ্ঠিত হবে ভরতের দেরাদুনে। প্রথম ম্যাচে দুই দল চাইবে জয়লাভ করে সিরিজে এগিয়ে থাকতে। সেই লক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান।
দেখেনিন বাংলাদেশের একাদশ
১) তামিম
২) লিটন
৩) সাকিব
৪) মুশফিক
৫) সাব্বির
৬) মুসাদ্দেক
৭) মেহেদি হাসান
৮) আবু হায়দার
৯) নাজমুল ইসলাম
১০) মাহমুদুল্লাহ
১১) রুবেল
