
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাজেভাবে পরাজয় দেখে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কাছে মনে হচ্ছে এ যেন অচেনা বাংলাদেশ। লড়াই না করে পরাজয়, ভুলেভরা ব্যাটিং দেখে বাংলাদেশ দলকে নিয়ে প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন তিনি। আর হতাশার সাথে বিশেষ করে সাকিবের প্রতি বিরক্তিও প্রকাশ করেন পাপন।
সাকিবকে নিয়ে বিতর্ক শুরু হয় প্রথম ম্যাচে। সেই ম্যাচে ১ অভারে ২ উইকেট পাওয়া মাহমুদুল্লাহকে বোলিং এ আনেন নি সাকিব। এই ব্যাপারে বিসিবি সভাপতি পাপন বলেন,’ সাকিবের অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। আমিও তাকে প্রথম ম্যাচের পর প্রশ্ন করেছি। আর দ্বিতীয় ম্যাচ দেখে আমার কথা বলতেই ইচ্ছে করেনি।’
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেন, ’ সাকিবের অধিনায়কত্বে বিরক্ত বোর্ড প্রধান। নতুন অধিনায়ক হিসেবে রিয়াদের নাম আসতে পারে। তবে সেটা এখনো ঠিক হয়নি। আগামী বোর্ড সভায় সেটা চূড়ান্ত হবে।’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশের লজ্জার হাত থেকে বাঁচার জন্য আজ মাঠে নামবে টাইগাররা।হয়তো এ ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দিবে সাকিবের ‘অধিনায়ক’ থাকা-না থাকার প্রশ্নের উত্তর।
