
আগামীকাল (সোমবার) সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে বিসিবির ইফতার ও নারী ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান রেখেই সাকিব তড়িঘড়ি করে হোটেল ত্যাগ করে। আর তাতেই জন্ম দিল কৌতূহলী প্রশ্নের। তখনই হোটেলের বলরুমের একাংশে গুঞ্জন শুরু হয়, রাতেই সপরিবারে ঈদ করতে যুক্তরাষ্ট্র পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান। গতকাল মধ্যরাতে ছিলো তার ফ্লাইট।
তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কোনো রকমে ইফতার সেরেই হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে যাত্রা করে সাকিব। গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন সাকিব। সঙ্গে তার স্ত্রী ও কন্যাও যাচ্ছে।
জাতীয় দলের ক্রিকেটার ও ভিনদেশি ক্রিকেটার এবং কোচকে বিসিবির পক্ষ থেকে স্বাগত ও বিদায় জানাতে যাকে সবসময় বিমানবন্দরে দেখা যায় সেই ওয়াসিম খান রাত ১২টার কয়েক মিনিট আগে জানালেন, আমি সাকিবকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছি। ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব।
একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ঈদ করতেই যুক্তরাষ্ট্র গেছেন সাকিব। সেখান থেকে ঈদের ছুটির পর ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
এদিকে সাকিবের দেশত্যাগের পর ঈদের ছুটি শেষে অন্তত দুদিন (২০-২১ জুন) জাতীয় দল নতুন কোচ স্টিভ রোডসের অধীনে অনুশীলন করবে। সেই অনুশীলন শেষে একদিন বিশ্রাম। তারপরই ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে পাড়ি জমাবে বাংলাদেশ দল।
তার মানে, দেশের মাটিতে নতুন কোচের অধীনে অনুশীলন করা হবে না সাকিবের। কোচ স্টিভ রোডসের সঙ্গে অধিনায়ক সাকিবের দেখা হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
