
সাকিব আল হাসান হলো ক্রিকেট বিশ্বে এক জিবন্ত সুপারম্যান, এক ভক্ত সাকিব আল হাসান কে নিয়ে কবিতা লিখেছেন , কবিতার নাম হলো বিশ্বসেরা সাকিব ।
চলুন দেখেনিই সেই কবিতাটি ঃ
বিশ্বসেরা সাকিব
সাকিব মানে বাংলাদেশ,সাকিব মানে ভয়ের শেষ
সাকিব মানে আশার আলো. সাকিব মানে এগিয়ে চলো।
সাকিব মানে জয়ের গান, সাকিব মানে উড়াও নিশান
সাকিব মানে বাংলাদেশের জয়, সাকিব মানে নেইকোনো ভয়।
সাকিব মানে বিশ্ব সম্পদ, সাকিব মানে কাটাও বিপদ
সাকিব মানে ইতিহাস গড়া, সাকিব মানে বিশ্বসেরা।
