
ওয়েস্ট উইন্ডিজ সিরিজকে সামনে রেখে সাকিবকে অধিনায়ক করে প্রথম টেস্টের জন্যে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি।।দলে নতুন মুখ নাজমুল হোসেন শান্ত এবং নাজমুল ইসলাম অপু।
১৫ সদস্যের দলঃ
১) তামিম ইকবাল
২) ইমরুল কায়েস
৩) মমিনুল হক
৪) সৌম্যা সরকার
৫) সাকিব আল হাসান, (ক্যাপ্টেন)
৬) মুশফিকুর রহিম
৭) মাহমুদুল্লাহ রিয়াদ
৮) নাজমুল হোসেন শান্ত
৯) লিটন দাস
১০) মোসাদ্দেক সৈকত
১১) মেহেদী হাসান মিরাজ
১২) রুবেল হোসেন
১৩) শফিউল ইসলাম
১৪) কামরুল ইসলাম রাব্বি
১৫) নাজমুল অপু
