ভিবিন্ন দেশের ক্রিকেটাররা নিজ নিজ নামে একাডেমী তৈরি করে। কিন্তু বাংলাদেশের বড় মাপের ক্রিকেটার থাকলেও নেই তাদের নামে কোন ক্রিকেট একাডেমী। তাই এবার ক্রিকেট একাডেমী দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

তবে এটি এখনি নয়, কিছুদিন পরেই দিবেন সাকিব। সাকিব বলেন ,’ইচ্ছে আছে। আমি এত দিনেই করে ফেলতে পারতাম। কিন্তু আমি এখন সময় দিতে পারব না তাই করা হয়নি। আম চাই আমার মত করে করতে। কিন্তু নিজের মত করে করতে হলে আমাকে অনেক সময় দিতে হবে। সেই সময়টা আমার কাছে নেই।‘

সাকিব আরো জানান’ সে কারনেই আসলে অপেক্ষা করছি। যখন সময় হবে তখন আমি খুব ভালো করে করবো। আমার ইচ্ছে আছে এইখানে নামী দামী ক্রিকেটাররা আসবে।’