
টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের মধ্যে এগিয়ে আছে স্পিনাররা। সেরা পাঁচের ভিতরে দুইজন পেস বলারের সাথে রয়েছে তিনজন স্পিনার। বর্তমান সময়ের সাকিব ও তাইজুল ব্যতীত আর কেউ নেই সেরা পাঁচে।
বাংলাদেশর ক্রিকেট ইতিহাসে স্পিনারাই রাজ্যত্ত করে আসছে শুরু থেকে। টেস্ট ক্রিকেটে বল হাতে এক সময় মাশরাফি, শাহাদাতরা দূর্দান্ত বোলিং করলেও তারা এখন দলে নেই।
বর্তমান সময়েও সাকিব আল হাসান, তাইজুল ও মিরাজ স্পিনার হিসেবে দূর্দান্ত বোলিং করলেও টেস্টে নেই কোন অভিজ্ঞ পেসার। রুবেল হোসেন ওয়ানডেতে দুদান্ত বোলিং করলেও টেস্টে একধমই বিবর্ণ। আর মুস্তাফিজেরতো ইন্জুরি থেকে সেরা উঠারই সময় নেই।
টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী ৫ বাংলাদেশী বোলারঃ
১। সাকিব আল হাসান ৫১ ম্যাচে ১৮৮ উইকেট।
২। মোহাম্মদ রফিক ৩৩ ম্যাচে ১০০ উইকেট ।
৩। মাশরাফি বিন মোর্তুজা ৩৬ ম্যাচে ৭৮ উইকেট ।
৪। শাহাদাত হোসাইন ৩৮ ম্যাচে ৭২ উইকেট।
৫। তাইজুল ইসলাম ১৮ ম্যাচে ৬৬ উইকেট ।
