আজ থেকে শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম  ম্যাচ। দলেনেই সাব্বির ও মুসাদ্দেক, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেই বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার। দুজনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তাদের উদ্দেশ করে কিছু কথা বললেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ভালো শুরুর পর নিজের পারফম্যান্স ধরে রাখার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান আশাবাদী বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারদের নিয়ে।

নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘খুব ভালো শুরুর পর সবাইকেই সংগ্রাম করতে হয়। এরপর সবাই উন্নতি করে আবার সংগ্রামও করে। একজন খেলোয়াড় ৫ বছর এসবের মধ্য দিয়ে গেলে সবকিছু তাঁর জন্য সহজ হয়ে যায়।’

বাংলাদেশ টেস্ট দল যখন চলে যায় উইন্ডিজ সফরে তখন দেশের মাটিতে ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলছেন তারা। জায়গা হয় নি এই সফরে।তবে ‘এ’ দলের হয়ে খেলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন সাব্বির আর মোসাদ্দেক দুইজনই। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্ধান্ত সেঞ্চুরি করে দুইজনই। মোসাদ্দেক ১৩৫ রানে আউট হলেও সাব্বির রহমান তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম দেড়শ রানের ইনিংস। ক্যারিয়ার সেরা ১৬৫ রানেই থেমেছেন তার এই দুর্দান্ত ইনিংস।