
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১২ ক্রিকেটার ব্যাট হাতে ৩০০০ রান ও বল হাতে ২০০ উইকেট নিতে পেরেছেন! আর মাত্র ১২ উইকেট নিতে পারলেই ১৩ তম প্লেয়ার হিসেবে ৩০০০ রান ও ২০০ উইকেট এর এলিট ক্লাবে ঢুকে যাবেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান এর আগে যারা এটা অর্জন করেছেন।
(১) চামিন্দা ভাস- ১০৮ ম্যাচ
(২)ক্রিস ক্রেয়ানস- ৫৮ ম্যাচ
(৩)এন্ড্রো ফ্লিনটফ- ৬৯ ম্যাচ
(৪)কপিল দেব- ৭৩ ম্যাচ
(৫)ইমরান খান- ৭৫
(৬)স্যার গ্যারি সোবার্স- ৮০
(৭) স্যার রিচার্ড হ্যাডলি- ৮৩ ম্যাচ
(৮)শন পোলক- ৮৭ ম্যাচ
(৯)ডানিয়েল ভেট্টরি- ৮৯ ম্যাচ
(১০) জ্যাক ক্যালিস- ১০২ ম্যাচ
(১১) ইয়ান বোথাম – ৫৫ ম্যাচ
(১২)শেন ওয়ার্ন- ১৪২ ম্যাচ
এখন পর্যন্ত সাকিব আল হাসান ৫১ ম্যাচ খেলেই এই রেকর্ডের ধারে। আশা করি এই সিরিজেই ১২ উইকেট নিয়ে, ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান ও ২০০ উইকেট এর মাইলক ফলক ছুঁয়ে ফেলবেন।
