
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ রাত ৮টায় অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজেরি মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, চ্যানেল নাইন ও সনি ইএসপিএন এইচডি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশঃ
দেখেনিন বাংলাদেশের একাদশঃ
১) তামিম ইকবাল
২) লিটন দাস
৩) মমিনুল হক
৪) মুশফিকুর রহিম
৫) সাকিব আল হাসান ©
৬) মাহমুদুল্লাহ রিয়াদ
৭) নুরুল হাসান
৮) মেহেদি হাসান
৯) রুবেল হোসেব
১০) আবু জায়েদ
১১) কামরুল ইসলাম
