
ঘরোয়া ক্রিকেটে দারুন সম্ভাবনা নিয়ে এসেছিল নাঈম হাসান। জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হওয়ার পর সুযোগ চলে আসে স্বপ্নের জাতীয় দলে খেলার। আর সেই সুযোগটা কি দারুন ভাবেই না কাজে লাগাল নাঈম হাসান।
দ্বিতীয় ইনিংসে সাকিব-তাইজুল-মিরাজের সাফল্যের কারনে বল হাতে নেয়ার সুযোগ বেশি হয়নি তার। ওভার করেছেন ৭ ওভার। তবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ধ্বসিয়ে দেয়ার কাজটি করেছেন তিনিই। তুলে নিয়েছেন ৫টি উইকেট। শুধু বোলিং না দলের প্রয়োজনে ব্যাট হাতে ২৬ টি রান করেছেন। তাইজুল ইসলামের সাথে ৬৫ রানেই ওই জুটিই দলকে জয় এনে দিয়েছে।নাঈমের এমন বোলিংয়ের পর তার প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম ইনিংসে সে ছিল দুর্দান্ত। আমরা সবাই জানি তার উইকেট নেয়া ক্ষমতা সম্পর্কে। এটা ছিল দলীয় সাফল্য। তাইজুল এবং নাঈম প্রথম ইনিংসে দারুন ব্যাটিং করেছে। তারা আমাদের জয়ের প্লাটফর্ম তৈরি করে দিয়েছিল।
