
আম্পায়ার এর সাথে খারাপ ব্যাবহার কতে শাস্তির মুখে পড়েছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
বিপিএলের ২১তম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের নবম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান। সাকিবের ডেলিভারিতে ইমরুল ফ্লাইট মিস করলে তা গিয়ে লাগে তার প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন জানালে আম্পায়ার আবেদন নাকচ করে নট আউট বলে জানান।
যদিও এটি পরিষ্কার এলবিডব্লিউ ছিল বলেই ধরা পড়ে টিভি ক্যামেরায়। সেটি বুঝতে পারছিলেন বোলার সাকিব নিজেও। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাই সাকিব অন ফিল্ড আম্পায়ার র্যানমোর মাটিংনোজকে দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখান।
আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে প্রতিক্রিয়া দেখানোয় সাকিবকে শাস্তি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাকে, সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। নামের পাশে আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে সাকিবকে।
একই ম্যাচে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ জেতানো পেসার হাসান আলীও। মোসাদ্দেক হোসেনকে বোল্ড করে হাসান আলী তাকে সাজঘরের পথ নির্দেশ করে দেন। বিষয়টি আপত্তিকর মনে হয়েছে অন ফিল্ড আম্পায়ারদের কাছে। তাই তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ৩০ শতাংশ। যদিও নামের পাশে যুক্ত হয়নি কোনো ডিমেরিট পয়েন্ট।
চলমান বিপিএলে আম্পায়ারদের সিদ্ধান্তের উপর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি এবারই প্রথম নয়। এর আগে সিলেট সিক্সার্সের সাব্বির রহমান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল ও লিটন দাসও একই কারণে গুনেছেন জরিমানা ও ডিমেরিট পয়েন্ট।
যদিও প্রতি ক্ষেত্রেই তারা প্রতিক্রিয়া প্রদর্শন করেছিলেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে। পঞ্চম বিপিএলে আম্পায়ারিং হচ্ছে বেশ দৃষ্টিকটু। ভুল সিদ্ধান্ত দিয়ে অনেক ম্যাচেই প্রভাব ফেলছেন আম্পায়াররা। বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর শাস্তিমূলক ব্যবস্থা নিলেও আম্পায়ারদের কোনো নোটিস পাঠাতেও দেখা যায়নি এখনও।
