দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে লজ্জায় ডুবালো উইন্ডিজই। দ্বিতিয় ও শেষ টেস্টে ১৬৬ রানের বিশাল বড় জয় তুলে নেয় হোল্ডার বাহীনি। এই পরাজয়ের দিনেও ব্যাটে ও বলে উজ্জ্বল ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতিয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার বল করে ৩৩ রান খরচ করে নেন ছয় উইকেট।

এর পর ব্যাটিংয়ে নেমে অর্ধ শতক করেন টাইগার অধিনায়ক। ৫৪ রান করে পেভিলিওনে ফিরেন সাকিব। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৩তম অর্ধশত। ব্যাটে ও বলে দারুণ পারফরম্যান্স করায় কোয়ালিটি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান সাকিব আল হাসান।

অপরদিকে মেহেদী হাসান মিরাজ দুই ম্যাচে দশ উইকেট শিকার করেছেন। তাই মিরাজ পেয়েছে ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার। দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছে জ্যাসন হোল্ডারের হাতে।