দক্ষিন আফ্রিকা সিরিজে ব্যার্থ বাংলাদেশ। তবে বেশি ব্যার্থ বাংলাদেশেরর দুই বলার। তবে দুই বোলারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও নাজমুল হাসান পাপনের তৃপ্তি অন্যখানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে খুশি বিসিবি প্রধান তিনি বলেন, ‘যে বাংলাদেশকে দেখে এসেছিলাম সেই দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছিলাম না। প্রথম টি২০ ম্যাচে দলের মনোভাব কেমন যেন লাগছিল।

এই ম্যাচের আগে ওদের আমি বলেছিলাম এভাবে খেলো যে ভাবে বাংলাদেশকে চিনি। এত বড় ব্যবধানে পরাজিত হয়েছি সেটা বড় ব্যাপার নয়। তবে খেলার আগেই আমাদের মনে হয়েছে খেলাটা ছেড়ে দিচ্ছি। আমরা যে প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ করতে পারি সেটা দেখা যাচ্ছে না। আমি ওদের বলেছি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছোড়াটা দেখতে চাই।

এতে করে প্রথম টি২০ ম্যাচটি ভালো হয়েছে। খেলা শেষে সাকিবকে এসএমএস পাঠাই, ‘‘ওয়েল প্লেইড’’। পরে ওর সঙ্গে কথা হলে বলল, আপনি ‘‘ওয়েল প্লেইড’’ বললেন, কিন্তু আমরা তো জিততে পারেনি!’