
টাইগার ওপেনার সৌম্য সরকার বর্তমান সময়ে ক্যারিয়ারে সবচেয়ে বাজে ফর্মে আছেন । কিন্তু টেস্ট ও ওয়ানডেতে ফর্ম খারাপ থাকলেও টি-টোয়েন্টিতে তামিম-সাকিবকে পেছনে ফেলে তিনিই চলতি বছরের সবােচ্চ রান সংগ্রাহক। ২০১৭ সালে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
এছাড়াও ওয়ানডেতে রান তালিকার শীর্ষে অবস্থান করছেন দলের ওপেনার তামিম ইকবাল খান।
চলুন একনজরে দেখে নেয়া যাক ২০১৭ সালে এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ৫ রান সংগ্রহকারীর নাম ও রানের পরিসংখ্যান-
২০১৭ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ৫ ব্যাটসম্যান
০১. সৌম্য সরকার: ৫ ম্যাচে ৫ ইনিংসে ২৮.৮০ গড়ে, ১৫৬.৫২ স্টাইক রেটে রান করেছেন ১৪৪, সর্বোচ্চ ৪২।
০২. মাহমুদুল্লাহ রিয়াদ: ৫ ম্যাচে ৫ ইনিংসে ৩১.০০ গড়ে, ১১৫.৮৮ স্টাইক রেটে রান করেছেন ১২৪, সর্বোচ্চ ৫২।
০৩. সাব্বির রহমান: ৫ ম্যাচে ৫ ইনিংসে ২৩.৪০ গড়ে, ১২৩.১৫ স্টাইক রেটে রান করেছেন ১১৭, সর্বোচ্চ ৪৮।
০৪. সাকিব আল হাসান: ৫ ম্যাচে ৫ ইনিংসে ২১.০০ গড়ে, ১০৯.৩৭ স্টাইক রেটে রান করেছেন ১০৫, সর্বোচ্চ ৪১।
০৫. তামিম ইকবাল: ৭ ম্যাচে ৭ ইনিংসে ১৪.৭১ গড়ে, ১২২.৬১ স্টাইক রেটে রান করেছেন ১০৩ সর্বোচ্চ ২৪ (বিশ্ব একাদশের হয়ে খেলা ৩ ম্যাচ সহ)।
