আর ককিছু দিন পর শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। এ আসরকে সামনে রেখে রোববার (আগামীকাল) জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পিএসএলের নিলাম অনুষ্ঠিত হয়। গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলে ছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও আল হাসান ।

দ্বিতীয় আসর শেষ হলে তামিম ইকবালকে বেচে দিলেও সাকিবকে রেখে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে আবারও তামিমকে কিনে নিলেন পেশোয়ার জালমি। যার ফলে গত আসরের মতো এবারও একই দলের হয়ে মাঠ কাপাবে দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব-তামিম।

গতকাল (রোববার) দল পাওয়ার পর টুইটারে পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেন তামিম। কিন্তু বাংলা বা ইংরেজি নয়, পশতু ভাষায় সেই টুইট লিখেছেন দেশসেরা বাঁহাতি এই ওপেনার।

ফ্র্যাঞ্চাইজি রেখে দেওয়ায় নিলামে নাম ছিল না সাকিব আল হাসানের।

তবে নিলাম শেষে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ফ্র্যাঞ্চাইজি মালিককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন টুইটারে। তামিমের মতো সাকিবও পেশোয়ারের স্থানীয় ভাষা পশতুতে টুইটটি করেন।

এরপরই বাংলাদেশি সমর্থকদের সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় এই দুই তারকা ক্রিকেটার।