
ইঞ্জুরিতে রয়েছে সাকিব তামিম। ওয়েস্ট-ইন্ডিজ সিরিজের তামিমের খেলার সম্ভাবনা থাকলেও ছিলো না সাকিবের। এর পর থেকে ক্রিকেট পাড়ায় এক আলোচনা সাকিব, তামিম কবে ফিরছে। তবে এই মাঝে বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান জানালেন, দুজনকে ই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এ পেতে পারে বাংলাদেশ।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে আকরাম খান জানায়, ‘দুজনই এখন প্রায় সেরে উঠছে। তাদের অবস্থা এখন আগের ছেয়ে ভালো। সাকিবের হাতে এখন আর ব্যথাও নেই। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাদেরকে আমরা পাবো। হয়তো শুরু থেকে নয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা খেলতে পারে।
