
আজ ৬ই আগস্ট বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান লাল সবুজ জার্সি গায়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১১বছর পূর্ণ করলেন।
দেখে নিন সাকিব ভাইয়ার ১১বছরের ক্যারিয়ারের ক্রিকেটের রাজত্বঃ
তিন ফরমেটে মিলে মোট রান করেছেন ৯৬৭০রান।
তিন ফরমেট মিলিয়ে মোট উইকেট পেয়েছেন ৪৭০ টি,
মোট বাউন্ডারি মেরেছেন ৯৯৫টি,
মোট ছক্কা ৮৩ টি।
ব্যাটিং পরিসংখ্যান⏬⏬
ওডিআই ম্যাচ: ১৭৭ ; ইনিংস ১৬৭
মোট রান: ৪৯৮৩ রান
মোট শতক ৭টি : অর্ধ শতক: ৩৪
সর্বোচ্চ ১৩৪রান
টেস্ট ম্যাচ: ৪৯; ইনিংস ৯২
মোট রান: ৩৪৭৯
মোট শতক ৫টি; অর্ধশতক ২১
সর্ব্বোচ্চ ২১৭রান
টি২০আই ম্যাচ: ৫৯; ইনিংস ৫৮
মোট রান: ১২০৮
মোট অর্ধশতক: ৬
সর্বোচ্চ: ৮৪
বোলিং পরিসংখ্যান-⏬⏬
ওডিআই ম্যাচ: ১৭৭ ; ইনিংস ১৭৪
উইকেট: ২২৪
সেরা বোলিং: ৫/৪৭
5W: ১ বার
টেস্ট ম্যাচ: ৪৯ ; ইনিংস ৮২
উইকেট: ১৭৬
সেরা বোলিং: ইনিংসে- ৭/৩৬; ম্যাচে- ১০/১২৪
5W- ১৫ বার ; 10W- ১ বার
টি২০আই ম্যাচ: ৫৯ ; ইনিংস ৫৮
উইকেট: ৭০
সেরা বোলিং: ৪/১৫
বাংলাদেশ টাইগার দলের হয়ে সর্ব্বোচ্চ ম্যান অফ দ্যা ম্যাচ, এবং ম্যান অফ দ্যা সিরিজ ও এখনো এই সাকিবের দখলে। এই ১১বছরের মধ্যে সাকিব হয়ে ওঠেছেন সারা ক্রিকেট বিশ্বে চেনা মুখ এবং এই ১১বছরের মধ্যে তিনি চিনিয়েছে সারা বিশ্বে বাংলাদেশের মতো একটি ছোট দেশকে। সাকিব এই ১১বছরের মধ্যে ৩ফরমেটেই রয়েছে নাম্বার ওয়ান অলরাউন্ডার।
আশা করি এই লাল সবুজের জার্সি গায়ে আরো অনেক বছর ক্রিকেট বিশ্বে রাজত্ব করে যাবেন আমাদের
বাংলাদেশের জান প্রাণ, গর্ব মিঃ অলরাউন্ডার সাকিব আল হাসান ১৬কোটি মানুষের দোয়ার বরকতে।
