সিপিএলের প্রথম আসরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে সাকিবের দল জ্যামাইকা।  তাদের প্রতিপক্ষ বার্বাডোজ ট্রাইডেন্টসের।

গতবারের চ্যাম্পিয়ন দল জ্যমাইকা এবার অনেকটা ছন্নছাড়া।  কেননা গতবার দলকে জিতানো অনেক পারফর্মার যে দলের বাহিরে।

গত আসরে সাকিবের দলকে সামনে থকে লীড দেওয়া ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটনরা দলের বাহিরে।

দলের অন্যতম হাতিয়ার আন্দ্রে রাসেলও নিজের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না দলের হয়ে।

বাংলাদেশ সময় আজ রাত একটায় ম্যাচটি শুরু হবে।