দুবাইয়ে টি টেন ক্রিকেট লিগে দল পেলেন সাকিব আল হাসান! মুস্তাফিজুর রহমান! ও তামিম ইকবাল!

আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর সারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ১০ ওভারের একটি সংকিপ্ত আকারের টুনামেন্ট! যেখানে অংশগ্রহণ করবে ৬টি দল! প্রতি ম্যাচ হবে ৯০ মিনিট!

গতকাল রাতে টুনামেন্টির প্লেয়ার ড্রাফট অনুস্টিত হয়েছে! প্লেয়ার ড্রাফট থেকে দল পেয়েছেন ৩ বাংলাদেশি! তাড়া হলেন সাকিব মুস্তাফিজ ও তামিম ইকবাল!

 

টি টেন ক্রিকেট লীগেঃ

মুস্তাফিজ খেলবেন বেংগল টায়গার্সের হয়ে।

সাকিব খেলবেন কেরালা কিংসের হয়ে।

তামিম খেলবেন পাকথন টিমের হয়ে।

আশা করি, সেখানে নিজেদের সেরাটা দিয়ে খেলে নিজের দেশের ক্রিকেটীয় সম্মান আরও বৃদ্ধি করবে।