গতকাল রাতে চ্যাম্পিয়ান্স লীগের ফাইনাল ম্যাচে মাঠে রিয়ালের মুখমুখি হয় লিভারপুল। এই ম্যাচ দেখে সামাজিক যোগাযোগ ফেসবুকে অনেকেই বলছে রিয়াল মাদ্রিদের তারোকা সার্জিও রামোস ইচ্ছা করেই মোহাম্মদ সালাহর হাত ধরে রেখেছিলেন। এবং এই কারণেই পড়ে যায় লিভারপুল তারকা। নিজের হাত রামোসের হাতে আটকে থাকায় শরীরের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি তিনি সালেহ। বেকায়দা পড়ে গিয়ে কাঁধ নড়ে যায় সালাহ।

তিনি প্রথমে চেষ্টা করেছিলেন চোটকে পাত্তা না দিয়ে খেলে যাওয়ার।  কিন্তু সেটা আর হয়ে উঠেনি চিকিৎসকরা মাঠ ত্যাগ করার সাথে সাথেই সালাহ আবারও মাঠে পড়ে যান। ব্যথায় কোঁকড়াতে থাকেন। তখন পুরো গ্যালারিজুড়ে নীরবতা। সবাই আন্দাজ করে নিয়েছেন অন্তত এই ম্যাচে আর নামতে পারছেন না মিশরীয় এই তারোকা।

সালাহ আরও ভয় পেয়ে গিয়েছিলেন তখনই। সামনে স্বপ্নের রাশিয়া বিশ্বকাপ। সেটিও মিস হয় কিনা! এমনেতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলকে শিরোপা এনে দেয়ার সুযোগ, অথচ তিনি মাঠে থাকতে পারছেন না।

অন্যদিকে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলাও কি বাদ যাবে? এত ভাবনায় বিধ্বস্ত তরুণটি যখন কেঁদে কেঁদে মাঠ থেকে বের হচ্ছিলেন, তখন একটু দূরেই গাল চওড়া করে হাসছিলেন ‘অভিযুক্ত’ রামোস! বিটি স্পোর্টের ভিডিও ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে। ব্রিটেনের দ্যা মেট্রো পত্রিকা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সালাহ যখন চোখ মুছতে মুছতে মাঠের বাইরে পা রাখছেন তখন সহকারী ফেরারির সাথে কী যেন কথা বলে সালাহর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে হাসছেন রামোস। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে টুইটারে।