জাতীয় দলের ক্রিকেটারদের বিকল্প তৈরি করে রাখতে সাম্প্রতিক সময়ে হাই পারফরম্যান্স (এইচপি) দলের উপর বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি।

অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত করে আসা এইচপি দল এবার ইংল্যান্ডে সফররত আছেন।এই চলতি সফরে বিভিন্ন কাউন্টি টিমের সেকেন্ড একাদশের বিপক্ষে মোট ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ হাইপারফরমেন্স দল। আর ইংল্যান্ড সফরেও দারুন খেলছে দুই তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও সাইফুদ্দিন।

ইংল্যান্ড সফরে নাজমুল হোসেন শান্তর ব্যাটে বিসিবির হাইপারফরমেন্স টিম আলো ছড়াচ্ছে। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন শান্ত। তবে ইংল্যান্ড ক্রিকেট একাডেমির বিপক্ষে বিসিবি একাডেমির প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। শান্ত এই ম্যাচে করেছিলেন ১০৬ রান। আর বল হাতে আগুন ঝরিয়েছেন সাইফুদ্দিন সাইফ।

এই দুই তরুণের দুর্দান্ত পারফরম্যান্সে শুক্রবার নটিংহামশায়ার দ্বিতীয় একাদশের বিপক্ষে ছয় উইকেটে জয়লাভ করেছে এইচপি দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে স্থানীয় নটিংহামশায়র। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ করেছেন মার্শাল। প্রতিপক্ষের রান আটকাতে না পারলেও এইচপির হয়ে চার উইকেট দখল করেছেন সাইফউদ্দিন। ৫৯ রান খরচায় চার উইকেট শিকার করেছেন সাইফ। এছাড়া অপর পেসার এবাদত হোসেন তুলে নিয়েছেন আরও দুই উইকেট।

২৯৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপদে পড়লেও শান্তর সেঞ্চুরিতে ছয় উইকেটের জয় নিশ্চিত করেছে এইচপি দল। ৮৪ রানে তিন উইকেট হারিয়ে বসে এইচপি। তবে এই ধাক্কা সামলে নেয় চতুর্থ উইকেটে শান্ত ও আল-আমিনের জুটি। চতুর্থ উইকেটে ১৮৪ রান যোগ করেন দুজন।

আল-আমিন ৯১ বলে ৮৬ করে ফিরেছেন। তবে শান্ত ব্যাট চালিয়ে গেছেন দলের জয় নিশ্চিত হওয়া পর্যন্ত। ১৪৮ বল খেলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন শান্ত।