জাতীয় লীগে ব্যাট হাতে জাদু দেখান আনামুল বিজয়। তাই অনেকেই তাকে ওডিআই দলে দেখতে চেয়েছিলো, তাই তাকে ওডিআই দলে ফিরিয়ে আনার লক্ষ্যে আয়ারল্যান্ড এ দলের সাথে সুযোগ দেয়া হয়েছিলো ।  তবে ২ টি ম্যাচেই কোনটিতেই জ্বলে উঠতে পারেনি বিজয়।  ২ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ মাত্র ২৫ রান ঐদিকে নাজমুল হাসান শান্ত তার ফর্ম ধারাবাহিক রেখে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে জাতীয় দলে নির্বাচকদের নজর কেড়েছেন।  তাই হয়তো টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার সাথে নাজমুল হাসান শান্তকে ৩ নাম্বার পজিশনে ব্যাটিং করাতে পারে।

আয়ারল্যান্ড এর এই দলের বোলাররা অনেকেই একসময় জাতীয় দলে খেলেছে যেমন চেজ,ডকরেল। এদের সাথে যেহেতু রান করতে পারছে তাহলে লংকার সাথে রান করতে পারবে বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ এ নামার জন্য অনেকটাই এগিয়ে আছেন শান্ত।