
ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের আরেক দল শ্রীলঙ্কা ঢাকায় আসছে ১৩ ডিসেম্বর। সেদিনই জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।
বিসিবি একাদশ :
১) নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),
২) এনামুল হক বিজয়,
৩) মোসাদ্দেক হোসেন সৈকত,
৪)সাব্বির রহমান,
৫) মোহাম্মদ মিঠুন,
৬) আবুল হাসান রাজু,
৭) আরিফুল হক,
৮) মেহেদী হাসান,
৯) ইমরান আলী,
১০) ইবাদত হোসেন,
১১) সৈয়দ খালিদ হাসান
১২)তানবীর হায়দার।
