কয়েক দিন আগেই শেষ হলো ডিপিএল। এটি বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট। ২০১৭/১৮ এই সিজনে চ্যাম্পিয়ান্স হয়েছে আবোহানী। মজার ব্যাপার হলো এই ডিপিএলে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহকারী দুইজনি হলো আবোহানীর।

দেখেনিন সর্বোচ্চ রান সংগ্রহকারী ১০ জনের তালিকা।

১: নাজমুল হোসেন শান্তঃ ১৬ ম্যাচে ৭৪৯ রান।

২: এনামুল হক বিজয়ঃ ১৬ ম্যাচে ৭৪৪ রান।

৩: নাঈম ইসলামঃ ১৬ ম্যাচে ৭২০ রান ।

৪: ফজলে মাহমুদঃ ১৬ ম্যাচে ৭০৮ রান।

৫: মোঃ আশরাফুলঃ ১৩ ম্যাচে ৬৬৫ রান ।

৬: অশোক মেনারিয়াঃ ১৫ ম্যাচে ৬৬২ রান।

৭: মার্শাল আইয়ুবঃ ১৬ ম্যাচে ৬৩২ রান ।

৮: আবদুল মজিদঃ ১৬ ম্যাচে ৬২৮।

৯:মাহিদুল ইসলাম অংকনঃ ১৬ ম্যাচে ৬০৯ রান ।

১০: মোহাম্মদ নাঈমঃ ১২ ম্যাচে ৫৫৬ রান ।