প্রথম বারের মত এশিয়া কাপে ডাক পেয়েছিলো বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে গতকাল বুধবার অনুশীলন করতে গিয়ে বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়েছে। ফলে তার এশিয়া কাপ খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

গতকাল মিরপুরে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ইঞ্জুরী হয়েছে নাজমুল হোসেন শান্ত। এর পর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার আঙুলের অবস্থা জানার জন্য। রিপোর্ট হাতে পেলেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

এদিকে, জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন রিপোর্ট হাতে পেলেই তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেছেন, “আমরা চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট পেলে তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নিবো।”

নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে যায় তাহলে কপাল খুলতে পারে সৌম্য, ইমরুল বা মমিনুলের।