
এশিয়া কাপের আসর থেকে প্রথম দল হিসেবে বাদ পরেছে এশিয়ার ৫ বারের চ্যাম্পিয়ান্স শ্রীলংকা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে পরসজিত হয় ও আফগানিস্তানের কাছে ৯২ রানের পরাজিত হয়ে এই আসর থেকে বিদায় নেয় শ্রীলংকা।
শ্রীলংকা দুই ম্যাচে পরাজিত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। এখন তাদের মাঝে হবে গ্রুপ চেম্পিয়ান্স এর লড়াই।
অন্যন দিকে প্রথম ম্যাচ খেলার সময় হাতের কজ্বিতে আঘাত পায় তামিম। তাই আগামী কাল দেশে ফিরবে আসবে। সেই সাথে হাতের ইঞ্জুরিতে রয়েছে সাকিব আল হাসান। তার পরও খেলেছে শ্রীলংকার বিপক্ষে।
অপরদিকে মুশফিক প্রথম ম্যাচ খেলেছে বুকের ব্যাথ্যা নিয়ে। প্রতিবার শট নেওয়ার পর হাত দিয়েছেন বুকে। তাই ধারনা করা হচ্ছে ২০ তারিখ আফগানিস্তানের সাথে খেলায় সাকিব ও মুশফিককে বিশ্রাম দেওয়া হবে। তাই দলে সুযোগ পাচ্ছে শান্ত ও মমিনুল। আর অপু এবং আরিফুলের মধ্যে যেকোন একজন সুযোগ পাবে। তবে এই বিষয় এখনো নিশ্চিত করেনি বিসিবি।
