
সকল ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় পরে তিন বছর মাঠের বাইরে থাকেন আশরাফুল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা থেকে ফিরে জাতীয় লিগে অংশ নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি পায়নি। অবশেষে মিলল সেটিও।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়েছেন আশরাফুল।২০১২ সালে বিসিএল শুরুর আসরে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলা আশরাফুল এবারের আসরে খেলবেন ইস্ট জোনের হয়ে। রোববার (৭ জানুয়ারি) সকালে বিকেএসপিতে যোগ দেবেন দলীয় অনুশীলনে। প্রথম রাউন্ডে ইস্ট জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন।এ বিষয়ে আশরাফুল বলেন, ‘জাতীয় লিগ খেলেছি, প্রিমিয়ার লিগও খেলেছি; বিসিএল খেলতে পারায় এখন ধারাবাহিকতা থাকবে।
আর জাতীয় দলে সুযোগ পেতে আমাকে আরো ধারাবাহিক হতে হবে। আসলে বিরতি পড়ে গেলে কাজগুলো ঠিকভাবে হয় না। খুব ভাল লাগছে। এরপর আবার প্রিমিয়ার লিগও আছে। স্বপ্ন আছে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও বাংলাদেশ দলে ফেরার।’প্রসঙ্গত, ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞায় পড়েন জাতীয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
পরে শাস্তির বিরুদ্ধে আপিলের সুবাধে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। ইতোমধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকে তিন বছর। সেটা কাটছে। ২০১৮ সালের ১৩ আগস্টের পর সব ধরণের ক্রিকেট খেলতে পারবেন আশরাফুল।
