
শূন্য রানে প্রথম উইকেট হারানো ভারতকে দিয়েছিল সম্মানজনক সংগ্রহের ভিত। সেদিন ১৬৯ বল মোকাবেলা করে শচীন খেলে ১০১ রানের ইনিংস। ঐ ইনিংসে সেঞ্চুরী হাঁকিয়েছিলেন সৌরভ গাঙ্গুলিও। ভারতের বিপক্ষে দুর্দান্ত ভাবে লড়াই করে ঐ টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেই টেস্টটি এখন বাংলাদেশের কাছে হয়ে আছে স্মৃতিবহুল।
তবে এবার ঐদিনের টেস্ট ম্যাচ নিয়েই উঠেছে আলোচনার ঝড়। ঐ ম্যাচে শচীনের শতকটি আসলে শতরানের ইনিংস ছিল না বলে দাবি করা হয়েছে উইজডেন ক্রিকেটারস অ্যালামনাকের ২০১৮ সংস্করণে।
দাবি অনুযায়ী, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে শচীন সংগ্রহ করে ১০১ রান। সেই ইনিংসে দুটি লেগবাই ভুল করে তার ব্যক্তিগত রানের সাথে যোগ করা হয়েছিল। অথচ সেই রান দুটি যোগ হবে দলের মোট রানের সঙ্গে।
ঐ দুই রান বিয়োগ করে দিলে সেই ইনিংসে শচীনের ব্যক্তিগত রান দাঁড়ায় ৯৯। শাহাদাত হোসেনের বলে মোহাম্মদ আশরাফুলের হাতে ক্যাচ তুলে দিলে ইতি ঘটেছিল ভারতের ক্রিকেট ঈশ্বরের ইনিংসের। আলোচিত ঐ চট্টগ্রাম টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড্যারেল হার্পার ও বিলি রেমন্ড ডকট্রোভ। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশি নাদির শাহ্, রোশন মহানামা ছিলেন ম্যাচ রেফারি।
দাবি অনুযায়ী আম্পায়ার বা স্কোরারদের এমন ত্রুটিকে ‘সুস্বাদু পরিহাস’ বলে আখ্যা দিয়েছেন উইজডেন ক্রিকেটারস অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ। তিনি বলেন, ‘শচীন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থেকে দেখা গেছে, ২০০৭ সালের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দুটি লেগবাইকে ভুল করে শচীনের রান হিসেবে দেয়া হয়েছিল। সেই টেস্টে শচীনের ১০১ রান দাঁড়াচ্ছে ৯৯। উন্নত প্রযুক্তির পরিণাম এমন কিছু হয় যা আমরা চাই না।’
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
