
ভালো ভাবে বেটিং শুরুর পরও ইনিংস লম্বা করতে পারছিলেন না সৌম্য সরকার । সমস্যাটি ধরে ওঠার আগেই ফর্ম হারান । পরে আবারও রানে ফিরেছিলেন সৌম্য সরকার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের ফর্ম ধরতে পারলেন না। ৪ ম্যাচ খেলে করলেন মাত্র ৩৪ রান।
বাঁহাতি ওপেনারের ব্যাটিং নিয়ে খুব কথা হচ্ছে ইদানীং। বেশি আক্রমণাত্মক হওয়াতেই এমনটা হচ্ছে কিনা সেটি নিয়েও হচ্ছে কানাঘুষা । তবে যত কানাঘুষা হোক; কোচরা সৌম্যকে আগলেই রাখছেন।
সৌম্যর ব্যাটিং নিয়ে বেশি যত্নবান হচ্ছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিং অনুশীলনে সৌম্যকে নিয়ে কাজ করেন সবচেয়ে বেশি।
তরুণ শিষ্যের প্রতি আস্থা আছে প্রধান কোচের । সঙ্গে ব্যাটিং পরামর্শক হয়ে আসা মার্ক ও’নিলের পর্যবেক্ষণ, সঠিক পথেই আছেন সৌম্য।
মাইকেল স্ল্যাটার, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনদের মতো ব্যাটসম্যানদের ও ব্যক্তিগত পরামর্শক হিসেবে কাজ করেছেন ও’নিল।
তার ছোঁয়ায় বদলে গেছে অনেক ব্যাটসম্যানের ভাগ্য। এই অস্ট্রেলিয়া থেকে আসা বেটিং কোচ কদিন ধরেই নেটে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সৌম্যর ব্যাটিং। অনেকেই মনে করেছিলো সৌম্যকে রানে ফেরাতে হলে ব্যাটিংয়ের ধরণ কিছুটা পাল্টে দেবেন তিনি। কিন্তু সৌম্যর ব্যাটিং টেকনিকে কোন প্রকার সমস্যা দেখছেন না ৫৮ বছর বয়সী এই ব্যাটিং স্পেশালিষ্ট কোচ।
আগামী কাল (রোববার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের বিরতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ও’নিল,তিনি বলেন, ‘মারার বল পেলে মারতেই হবে। আমি ব্যাটিং কোচ হিসেবে কোনোভাবেই কারও সহজ খেলা বদলাতে চাই না । আমার কাজ হল ওরা যেটা ভালো করে, সেটাই যেন ধারাবাহিক ভাবে করতে পারে। সেটা করতে গেলে ঝুঁকি কম নিতে হবে ।
বাজে শট কম খেলতে হবে । এটাতেও সৌম্যর টেকনিকে কোনও সমস্যা দেখি না। ’
অল্প কয়েকদিনেই দলের সব ব্যাটসম্যান ও বোলারের ব্যাটিং দেখে নিয়েছেন ও’নিল। মোটামুটি একটা ধারণাও হয়ে গেছে সবার সম্পর্কে। তার পর্যবেক্ষণ খুবই ইতিবাচক। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিশ্বমানের ক্রিকেটার বলছেন তিনি। প্লেয়ার দএর মনে এই বিশ্বাসটা স্থাপন করতে পারলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর সহজ হবে না বললেন ও’নিল ।
‘দলের বেশিরভাগ ব্যাটসম্যানই বিশ্বের যেকোনো দলের প্লেয়ার দের মতোই ভালো। বেশিরভাগ সময় মাঝ ব্যাটেই খেলে। যেখানে মারতে চায়, মারতে পারে। তবে ব্যাপারটা হল মানসিকতার, ওদের যেন বিশ্বাস থাকে তারাও বিশ্বমানের। ওরা যদি ততটা আত্মবিশ্বাসী হতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে সামর্থ্যের দারুণ পরীক্ষা দিতে হবে। ’
