
চলতি বছরে টি২০ ফরম্যাটের ভালো সময় কাটিয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে সৌম্যর সরকার।
২০১৭ সালের সেরা রান সংগ্রহ কারিদের ভিতর ১১তম অবস্থানে আছেন তিনি। সাত ম্যাচ খেলে ৩৪ গড়ে ২৩৫ রান সংগ্রহ করেছে সৌম্য সরকার। ফিফটি না পায়নি তিনি সর্বোচ্চ ৪৭ এসেছে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে।
তবে স্ট্রাইক রেটের দিক থেকে দেখলে ২০১৭ সালের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন হলেন সৌম্য সরকার। বছর জুড়ে দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই বাঁহাতি হার্ড হিটার।
২০১৭ সালে সেরা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। সর্বোচ্চ ১৬৯.৬৯ স্ট্রাইক রেটে চলতি মৌসুমে তার ব্যাট থেকে ২২৪ রান এসেছে।
আইরিশম্যান গ্যারি উইলসন আছেন দ্বিতীয় অবস্থানে। ছোট ফরম্যাটে ১৬২.৬৮ স্ট্রাইক রেটে খেলেছেন গ্যারি। ১৬২.০০ স্ট্রাইক রেট নিয়ে দক্ষিন আফ্রিকার ডেভিড মিলার আছেন তৃতীয় অবস্থানে।
মিলার-মুনরোদের পরেই সৌম্য সরকারের অবস্থান। ১৫৬.৬৯ স্ট্রাইক রেটে রান তুলেছেন এই বাংলাদেশি ওপেনার। সৌম্যর পরেই ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে সেরা পাঁচে আছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস।
