কিছু দিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তার পরেই ত্রিদেশীয় সিরিজ খেলবে। আর এই সিরিজের আগে ৩২ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করে। এই দলে বেশ কিছু উল্লেখযোগ্য নাম যুক্ত হয়েছে। সে জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে বেশি না হলেও কয়েকটি পরিবর্তন নিশ্চিত ভাবেই আসতে চলেছে।

যখন চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ ছিলো তখন অনেকটা একরোখা ভাবেই দল চালাতে চাইতেন। নিজের পছন্দমত দল নির্বাচন করতেন। বিশেষ পছন্দের খেলোয়াড়দের দলে রাখতেন তিনি। পারফর্মেন্স খারাপ হলেও তারা দলে টিকে যেত। অন্যদিকে পারফর্মেন্স ভালো হলেও দলে সুযোগ মেলতনা অনেকের। হাথুরুসিংহের বিদায়ে সেই বিষয়টি কেটে গেছে বাংলাদেশের। তাই একাদশে আসছে কয়েকটি পরিবর্তন।

যতটা শোনা যাচ্ছে, একাদশে ৭-৮ জন তারকা অটো চয়েজ। বাকি তিন চারটি পজিশনে কিছু পরিবর্তন আসতে পারে। তার মধ্যে একটা হতে পারে ওপেনিংয়ে নতুন করে পুরাতন সঙ্গীকে ফিরে পেতে পারে তামিম।

সেক্ষেত্রে কপাল পুড়তে পারে সৌম্যর। দলে আসবে এনামুল হক বিজয়। নিচের দিকে নাসির নাকি সৈকত চলবে লড়াই। এছাড়া স্পেশালিষ্ট স্পিনার হিসেবে অভিষেক হতে পারে নতুন কারোর।