
নতুন বছরে জানুয়ারি মাসে একটি অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। গত একমাস আগেও যিনি তামিম-সাকিবদের কোচ ছিলেন, সেই কোচ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দুটি সিরিজে প্রতিপক্ষ দলের কোচ হিসেবে বাংলাদেশে পা রাখবেন।
এমন পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত এই প্রথম। তাই আশংকাও বেশি। এছাড়া হাথুরুসিংহে নাকি ইতিমধ্যে এই সিরিজ জেতার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া গেছে।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন কাজ করা হাথুরুসিংহে বাংলাদেশী ক্রিকেটারদের নাড়ি নক্ষত্র সব জানেন। কোন খেলায়ারের কোথাই দুর্বলতা আছে সবই তার নখদর্পনে। এটা নিয়েই কিছুটা চিন্তায় আছে বাংলাদেশ ক্রিকেট।
কিন্তু ওপেনার সৌম্য সরকারের কাছ এসব কোনো সমস্যাই না। তিনি মনে করেন, হাথুরুকে পেয়ে শুধু যে শ্রীলঙ্কাই বাড়তি সুবিধা পাবে এমন নয়; বাংলাদেশও সুবিধা পাবে। কিন্তু কীভাবে?
সৌম্য সরকার বলেন, হাথুরু যেমন টাইগার ক্রিকেটারদের নাড়ি নক্ষত্র জানেন; তেমনি হাথুরু সম্পর্কেও তো ক্রিকেটারদের অনেক কিছুই জানা আছে। তিনি কীভাবে চিন্তা করেন, ম্যাচের ছক কি ভাবে আঁকেন, পরিকল্পনা করেন তার সঙ্গে তো বাংলাদেশ পরিচিত। তাই আসন্ন সিরিজে নিজেদের না জেতার কোনো কারণ দেখেন না সৌম্য। তার ভাষায়, ‘তিনি আমাদের সম্পর্কে বেশি জানেন তাই ওদের বেশি দিতে চাইবেন। বেশি জানলেও সমস্যা। তিনি তো আর খেলবেন না, খেলবে খেলোয়াড়েরা। আমরা দাপুটে ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের দিকেই আসবে।
আর দাপুটে ক্রিকেট খেলার জন্য আমরাও নিশ্চয়ই পরিকল্পনা করব। আমরাও তার সম্পর্কে জানি, তিনিও তা জানেন। তো তিনি কি পরিকল্পনা করতে পারেন আমরা জানি। ‘
দলের জয়ে সামনে থেকে অবদান রাখতে সমালোচনার নিশানায় থাকা প্রতিভাবান এই ওপেনার। নিজের মতো করে খোঁজার চেষ্টা করছেন নিজের সমস্যার সমাধান, ‘এতদিন তো ব্যাটিং করলাম, এবার ফিটনেসের দিকেও নজর দিচ্ছি। দেখি ফিটনেসে কোনো ঘাটতি আছে কিনা। নিজের পরিকল্পনা নিজেই পরিবর্তন করে দেখছি কোন দিক থেকে বের হতে পারি।
