দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ১৪ উইকেটের পতন হয়েছে মিরপুরে মাঠে। বোলিং পিচে স্পিনার বলারদের সঙ্গে দাপট ছিল পেস বলারাও। বোলারদের রাজ্যে এসে ব্যাট হাতে আজ সর্বোচ্চ ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান রোশেন সিলভা। দিনশেষে ৫৮ রানে অপরাজিত থেকে দলের বড় সংগ্রহে সেরা অবদানটি তারই।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ৮ উইকেট হারালেও কঠিন পিচে একাই দলকে টেনেছেন রোশেন সিলভা। তবে দিনশেষে সংবাদ সম্মেলনের সামনে মিরপুরের উইকেট নিয়ে কথা বলেছেন তিনি। কথা বলেছেন শেষদিকে ভয়ঙ্কর হয়ে উঠা মুস্তাফিজকে নিয়েও। রোশেন সিলভার ভাষায়, ‘ঘরের মাঠে এ ধরনের উইকেটে আগেও আমরা খেলেছি। আমরা শুধুমাত্র স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম। আমি বলতে চাই না যে এটি ভালো উইকেট।তবে এটা টার্নিং হতে যাবে বলে মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম। মুস্তাফিজের শুরুর কয়েকটি বলে আউট হইনি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আপনি অবশ্যই দেখবেন এটা (উইকেট) সত্যিই বেশ বাজে ছিল।

এমনটা হতে পারে আমি ভাবিনি। আমি ভেবেছিলাম এটা ব্যাটিং উইকেট হবে। উপমহাদেশের উইকেটে অস্ট্রেলিয়া কিংবা অন্য দল আসলে আমরা এমন উইকেট দেই। তবে শ্রীলঙ্কা ভালো স্পিন আক্রমণ রয়েছে। আমি জানি না তারা কেন এমন উইকেট দিয়েছে।’  ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারালেও নিজেদের পরিকল্পনা সফল হয়েছে বলে মনে করে রোশেন সিলভা।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩০০র বেশি করা কঠিন হবে জানিয়ে রোশেন সিলভা বলেন, ‘আমি মনে করি না এই উইকেটে ৩০০ রানের বেশি করা সম্ভব হবে। এটা স্বাভাবিক ধারনা, তবে ক্রিকেট হাস্যকর এক খেলা। ১০০ রানের মধ্যে তাদের আউট করে আমরা ৩’শ রানের বেশি করতে চেয়েছিলাম। আমরা তাতে সফল। আগামীকাল সকালে আমরা লক্ষ্য যতটা সম্ভব বড় করতে চাইবো।’