ভারত-উইন্ডিজ এবং শ্রীংলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষে নতুন করে ওয়ানডে র্র্যাংকিং প্রকাশ করেছে অাইসিসি। সেখানে সেরা ব্যাটসম্যান ভারতের বর্তমান অধিনায়ক ভিরাট কোহলী, সেরা বোলার অজি পেসার জস হ্যাজেলউড।

সেরা অলরাউন্ডার সাকিব অাল হাসান।৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমে রয়েছেন সাকিব অাল হাসান। সাকিবের পরের রয়েছে। ৩৩৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

তবে সাকিব শুধু ওয়ানডেতেই নয়। টি-টুয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব। টেস্ট ক্রিকেটে ৪৩১ পয়েন্ট নিয়ে এবং টি-টুয়েন্টি ক্রিকেটে ৩৫৩ পয়েন্ট নিয়ে তিন বিভাগেই প্রথমে রয়েছেন বর্তমান সময়ের সেরা এই অলরাউন্ডার।

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফি শুরু অাগে বোলিং র্র্যাংকিংয়ে শীর্ষ দশে ছিলেন টাইগার স্পিনার সাকিব আল হাসান। তারও অবনতি হয়েছে ৯ ধাপ। এখন তার অবস্থান ১৯ তম। অার ব্যাটিং র্র্যাংকিংয়ে রয়েছেন ৩২ নম্বারে