দিমুথ করুণারত্নের অধিনয়কত্বে বাংলাদেশ সফর করার জন্য ‘এ’ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে রয়েছেন একসময় জাতীয় দলের হয়ে খেলা অনেক পরিচিত মুখও।

তবে করুণারত্নের থাকার কথা ছিল জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যেতে হয়েছে দল থেকে।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে শ্রীলংকা ‘এ’ দল।  ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশে আসলেও করুণারত্নে এই সফর শেষ করতে পারবে কিনা সেটা নিয়েও সঙ্কা আছে। চারদিনের দুটি ম্যাচ শেষ হওয়ার পর হয়তো করুণারত্নেকে যোগ দিতে হতে পারে জাতীয় দলের সাথে। কেননা তখন আবার নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা দলের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।

চারদিনের দুটি ম্যাচ হবে কক্সবাজারে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি একদিনের ম্যাচের সবকটি অনুষ্ঠিত হবে সিলেটেই।

শ্রীলঙ্কা ‘এ’ দল:-

১) দিমুথ করুনারত্নে (অধিনায়ক),

২) দানুশকা গুনাথিলাকা,

৩) সাদিরা সামারাবিক্রমা,

৪) লাহিরু থিরিমান্নে,

৫) আশান প্রিয়াঞ্জন,

৬) চারিথ আসালাঙ্কা,

৭) দাসুন শানাকা,

৮) শাম্মু আশান,

৯) মনোজ শরথচন্দ্র,

১০) প্রবাথ জয়সুরিয়া,

১১) লাকশান সান্দাকান,

১২) নিশান পেইরিস,

১৩) শিহান মাদুশাঙ্কা,

১৪) নিসালা থারাকা,

১৫)  দিলেশ গুনারত্নে।