সাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিংয়ের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায় আস্ট্রেলিয়া। তাই আইসিসি কৃতক এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। ঘটনার সাথে জড়িয়ে থাকা সহ অধিনায়ক ওয়ার্নারকে কোন শাস্তি দেয়নি আইসিসি। স্মিথ-ব্যানক্রাপ্টদের লঘু শাস্তি দিয়েছেন আইসিসি। পরে ব্যাপরটা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এর উপর ছেড়ে দিয়েছে আইসিসি।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সেই কথা রেখেছে অস্ট্রেলিয়া। এই ঘটনায় জরিয়ে থাকায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর (১২ মাস)-এর জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবং ক্যামেরুন ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছে।

তবে নিষেধাজ্ঞা কোন কোন ম্যাচের জন্য প্রযোজ্য, বিদেশী লীগে অংশ নিতে পারবেন কিনা সেটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত জানানো যাচ্ছেনা। আজকের ভেতরই বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।